এলোমেলো, অগোছালো সাংসারিক সন্ন্যাসী
অথচ চাঁদ ওঠে সিলিং ফ্যানের আদলে,
রোদ্দুরের টুকরোগুলি ছড়ানো ছিটানো
নিঃসঙ্গ আড্ডার তাসের মতন;
জানালার পর্দা হাসছে দাঁত দেখিয়ে-
খিলখিল করে হঠাৎ দখিনা হাওয়ায়,
জীবনও দুলে ওঠে আরেকবার-
আরামদায়ক ভাবে !


৬ই মার্চ, ২০১৫