ছুট ছুট দে ছুট
গলি ছেড়ে দে ছুট
খোঁড়াখুঁড়ি পেরিয়ে
ছুটে যা এগিয়ে;
তুলে নে যুক্তি
তবে তোর মুক্তি
অন্ধ সংস্কার মাড়িয়ে
চাঁদতারা সীমানা পেরিয়ে;
দ্যাখ তোর হাতে কি
যুক্তির বই কি
নাকি সেই পুরনো
মিথ্যার ভেল্কি,-
তোর দাদা বুঝেনি
তোর বাপ দেখেনি
তবে তুই বোকাচো
ছুঁড়ে ফেল এখনি;
জীবনটা বুঝেনে
আকাশটা চেখেনে
পৃথিবীটা বুকে নে
ছুঁড়ে ফেল যতোসব
ওপারের ভেল্কি,-
বানানো সর্গ-
গরুর উৎসর্গ!,
জ্ঞানের অধিকার
তুলেনে শেষবার।


১৬ই এপ্রিল, ২০১৫