স্মৃতির ভেতর লোগোর খেলা
বাতাস পাগল, মন খোলা,
আলো দেখে প্রাণ আসে
অভিমানে চাঁদ হাসে,
আজব সকল দুঃখগুলো
পাখি হয়ে উড়ে-
স্মৃতির ভেতর সুখের ঘড়ি
উলটো দিকে ঘুরে;
মনের ভোজন উৎসব থেকে
শুকনো রুটি ঝরে,
ঝরার আগেই বস্তুগুলো
হাওয়ার সাথে মেশে;
হাওয়ার সুখে মন হাসে
পাওয়ার সুখে মন হাসে,
হাসতে হাসতে দুনিয়া জোড়া
নিরব হয়ে হাসে;
আমার অবিরত মনের প্রেসে
সুখের ছবি ভাসে ।


১লা মে, ২০১৫