আকাশ ছুঁইয়ে দেখতে চেয়েছিলাম
সূর্য রাজ্যের অন্ধ সমর্থক হয়ে
তাই পতিত হয়েছি ঝরো বাতাশে-
আবার নরম মিহি সবুজ কার্পেটের দেশে
এখানে সবকিছু বড় বড়, ঘাসগুলোই -
আমাদের আশ্রয়স্থল, আবার ক্যাম্পাসই বটে
এলিস হয়ে ঘুরছি ওয়ান্ডারল্যান্ডের ভেতর
ইঁদুরগণ এখানে আকাশ তুল্য ভাল্লুক
আর বিচ্ছুরা নরম হিংস্র লোকোমোটিভ
এখানকার স্কুলের প্রথম ধাপ-  
"কিভাবে শিখতে হয়?"
আর শেষ ধাপই "কিভাবে শিখতে হয়?"
তাই এখানে জ্ঞান বিক্রি হয়না পৃথিবীর মতো নিবিড় চাষে
এখানে কেউ জ্ঞানী নয়, সবাই শিক্ষানবিশ !


১৫ই মে, ২০১৫