অনেকদিন পর বৃষ্টি এলো
তাই সকাল থেকে সারা শহর জুড়ে
স্বর্গীয় সুবাশ বইছে আকাশে বাতাসে
নেড়ি গলির উড়ন্ত ধুলোরা আজ মিশে গেছে মৃত্তিকায়
ইটের বাক্সের প্রাণীরাও আরামে ঘুমিয়েছে রাতভর
কাকরা মিটিং ডেকেছে উনিশ তলার ছাদে আনন্দে
আজ তরুন কাক কবিদের কবিতা উৎসব হবে ঝরো বাতাসে
চিলরাও বসে নেই তারাও উড়ছে হাল্কা মেজাজে উদ্দেশ্য-
আলাভোলা কাক কবিদের ছোঁ মেরে নৈবদ্য দান অসুর দেবতার নামে
মানুষরাও বসে নেই, কেউ টাকা গুনছে ব্যাংকের কাউন্টারে-
কেউ নিঃশ্বাস গুনছে স্বর্গীয় বাতাসের ভেতর, আবার কেউ প্রলাপ বকছে
-নিজের জীবনের ব্যর্থতা অন্যের ওপর চাপিয়ে, সূর্য উঠেছে খোলা জানালা দিয়ে
খোকা বসে গেছে রঙ পেন্সিল নিয়ে- সকালটা আঁকবে বলে- তারও আনন্দের শেষ নেই , আজ যে স্কুল ছুটি,- সে যেন আজ মুক্ত পাখি ।


১৬ই মে, ২০১৫