এই রাতকে সাক্ষী রাখলাম
আর এই মিষ্টি মধুর বাতাস-
বয়ে যাচ্ছে খোলা জানালা হয়ে-
আমার দেউরি দিয়ে, যেখানে
থমকে গেছে সময় !
আর এই দেউরির বাড়ন্ত
অর্থাৎ ক্ষুদে বারান্দাটাকে মনে হচ্ছে
চিরকালের জেগে থাকা প্রান্তর
চাঁদের ঝলমলে আলোয়-
যেখানে দাঁড়িয়েছিলো একদা-
রোম সম্রাট,- জুলিয়াস,-
মারকাস-আ্যরিলিয়াস, অথবা-
আমার মতো এক মৃত্যুঞ্জয়ী গ্ল্যাডিয়েটর !
আসলে প্রতিটি মানুষই-
কোন না কোন ভাবে গ্ল্যাডিয়েটরই বটে !
কারো কারো ক্ষেত্রে সেটা হয়তো
গোপন থাকে সারাজীবন,
-আবার কারোর চরিত্রের সাথে-
মিশে পরে আনমনে;
আর আমার ক্ষেত্রে-
আমি বলতেই পারি-
আমি পুরো দস্তুর এক-
"নরম মিহি  গ্ল্যাডিয়েটর !!"


১৬ই মে, ২০১৫