জগত মানুষকে ছাড়বে না
সেটা প্রতিটা মানুষ বোঝে জন্মগত ভাবে
আর সে এটাও জানে, তাকে আসতে হবে
এই সবুজ, নীল অথবা যেকোনো অবধারিত কাঠামোর ভেতর
আয়নায় দাঁড়িয়ে আত্মাকে দেখা যায় না
তাই মানুষ ভুলে যায় নিগূঢ় বিষয়টিকে
তুমি যাকে এখন আমি বলছো
আসলে সেই "আমি" অনেক পুরনো
তুমি আসো এই জগতে বার বার
পরিশুদ্ধ হওয়ার বাসনায়
দ্যাখো, ঘড়িতে সময় ফুরিয়ে আসছে
তোমাকে ভাবতে হবে- আত্মার পবিত্রতা নিয়ে
এটাই ধর্ম !


১৭ই জুন, ২০১৫