জীবন থেমে গেলো কবিতার ভেতর
এখন কবিতা যা বলে তাই জীবন
মানে কবি, কবিতার চরিত্র মাত্র,
যে চরিত পূর্ব নির্দিষ্ট ছিল
না হলে কবি লিখলো কেনো?
কবিতায় ফুটলো কেনো!
এই পূর্ব নির্দিষ্ট কবি-
পূর্বেও ছিলো, আগামীতেও আসবে
পাখি হয়ে আকাশে উড়বে,
প্রচণ্ড বৃষ্টিতে কম্পিত পাখি-
তোমার বারান্দায় ঠাঁই নেবে,-
এক চিলতে উষ্ণতার আশায়,
হয়তো তুমিও আসবে বারান্দায়
উদাসী পাণ্ডুলিপি হাতে
গেয়ে যাবে অবেলায়
আমিও শুনবো তোমার সেই গান-
পাখি হয়ে!
অনন্ত সুখ নেবো আরেকবার
তুমি যে ভালই আছো জেনে!!


২৯শে জুন ২০১৫