দ্রাক্ষালতার স্বর্গীয় স্বাদ বঞ্চিত মানুষগুলো
পৃথিবীকে দেখে চোলাই মদের ঘোরে,
সুর বিহীন কঠোর প্রার্থনার জীবন
যেনো সুখ বিহীন বোবা অনুভূতি;
জমে থাকা দুঃখগুলো অদৃশ্য কাঁচে ঢাকা সদাই-
উদগ্রীব ঔৎসুক্যের হাত নিষিদ্ধ,
তাই এই আসক্তি যাতে গজিয়ে না ওঠে নির্দ্বিধায়
তাই জন্ম থেকে পবিত্র শয়তানের পবিত্র বুলি-  
প্রক্ষিপ্ত হয় আলাভোলা, নরম মাটির পুতুলটির ভেতর
সঞ্চিত হয় স্বর্গীয় বেগুনি মৃত্তিকার ভেতর
ভুলিয়ে দেই আপন মৃত্তিকার কথা
আহা, মানুষগুলো কেনো শুধু শুধু, দুরূহ প্রকৃতির নেশাক্ত গল্প শোনে
এই চিরসবুজ অঞ্চলের জয়গাঁথা বাদ দিয়ে!  


১৫ই জুলাই, ২০১৫