ভোঁদাই, আমি তোমাকে ঘৃণা করি
যদিও ঘৃণা শব্দটা আমার অবিধানের অন্ধকার গলিতেও খুঁজে পাওয়া মুশকিল


ভোঁদাই, তোমার জন্য আমার খুব দুঃখ হয়
কারণ তুমি আমাকে ডুবানোর আগেই তুমিও ডুবে গেছো অনন্ত ঘৃণার সাগরে


ভোঁদাই, তুমি একদিকে চরম সফল হয়েছিলে-
খুব তাড়াতাড়িই তোমার ভীতসন্ত্রস্তবোধ আমার ভেতরে ঢুকিয়ে দিয়ে ছিলে-
যাতে একজন সক্রেতিস ডাইনোসর হওয়ার পথে পা বাড়িয়ে দেয়


ভোঁদাই, এখন নিশ্চয় তুমি আমার কবিতাখানা পড়ছো
আর ভাবছো, মানুষ কতো মহৎ হতে পারে, অবাক হচ্ছো কবি হলাম বলে!


ভোঁদাই, আমার খুব দুঃখ লাগে তুমি এখনও গণ্ডার রয়ে গেছ
গরু হলে অন্তত সুকুমারের ছড়া শেখানোর পদক্ষেপ নিতাম


ভোঁদাই, তবুও আমি তোমার মঙ্গল কামনা করি
কারণ আমার ধর্ম গুরু তোমার ধর্ম গুরুর মতন সকলের অনিষ্ট কামনা করেনা,
তাবিজের মালা ঝুলিয়ে দিয়ে শীষ্যদের অনন্ত স্বর্গের স্বপ্ন দেখায়না


ভোঁদাই, মনে রাখবে আমার গুরু সত্য সন্ধানী
আর তোমার গুরু লালসালুর মজিদ চরিত্রের কেউ একজন,
সে তোমাকে সারাজীবন মিথ্যের চোরাবালিতেই ডুবিয়ে রাখবে-
মাথার ওপর কয়েক ঝুড়ি তাবিজের বোঝা জুড়িয়ে দিয়ে!!


১৮ই, সেপ্টেম্বর, ২০১৫