মস্তিষ্কের সবুজ পাহাড় বেয়ে জেগে উঠছিল
আমাদের হারিয়ে যাওয়া উদাসী জানালা,
নিশ্চিহ্ন হতে থাকা চড়ুইরাও জুটেছিল প্রচুর-
তাদের কিচিরমিচির নরম মিহি শব্দে-
আবার যখন সূর্যকে প্রণাম করবো বলে ভাবছিলাম,
সূর্যাসনে জেগে অনুভব করবো দেশীয় ধর্মতত্ত্বকে
তখন পায়ের মেঝো আঙুলটা কেন যে,
ফুলে ফেঁপে সজারুর রূপ ধারণ করলো, বুঝলাম না;
“কিন্তু”, যদি যুক্তির মাথার টিপ হয়-
তাহলে বলতে হয়, এরকম সবসময় হয়েই আসছিলো;
যখন মন-মস্তিষ্ক, দেহ একই ঝর্নার ধারায় গড়িয়ে যায়,
-একটা পবিত্র সাপের মতন, তখন আসলে এমনিই ঘটে-
মেনে নিতেও হয়
বলতে হবেই- এই জীবন খুব সুন্দর
অথবা, ডিপফ্রিজে রেখে দাও-
“এই জীবন খুব সুন্দর ছিল”- কথাটা
-আগামী প্রজন্মের জন্যে
কাজে লাগবে বৈকি!


১৯সে সেপ্টেম্বর, ২০১৫