আফসোস তোমার মানায় না
দুঃখ তোমায় কাঁদায় না
তাহলে বলো তুমি কি?


কাছের মানুষ ভুল বোঝে
দূরের মানুষ কাছে, কাছের মানুষ দূরে
বলতে পারো ব্যাপারখানা কি?


নইলে ধরো, দশটা বছর
মাটি হল- লাভ কি তোমার!
সময় আছে চুমুক দেয়ার ভাবছি চেখে দেখার...


অদ্ভুতুড়ে মানুষ তুমি, ধূমকেতুরই পরশমণি
এতো বছর পরেও কেন চোখ জুড়িয়ে আসে!
বলতে পারো ফেরাউন-মানুষ ব্যাপারখানা কি?


মানুষগুলো সব তীর্থে ঘুরে, মৃত্যু পারের কথা বলে
আর তুমি কেন উলটো আমায় শিখিয়ে বসো
জানো তো শিখার মেসো, জীবনটা বড়ই সুন্দর- একটু না হয় হাসো!!


এতোগুলো কথার পরেও যখন তুমি এঁদো
কলার চেপে ধরছি তোমার নেহাত যদি কাঁদো
বলে ফেলো, বলে ফেল- আসলে তুমি কি-গো?!


আমিহ্!
আমি সময়ের প্রতিচ্ছবি
সত্যসন্ধানী কবি!!!


২২শে সেপ্টেম্বর, ২০১৫