যখন সবকিছু হারিয়ে যাবে
এই মেঘে ঢাকা স্বপ্নিল দেশে!!
তখনও তুমি থাকবে স্মৃতির ভেতর,
চেতনার ভেতর অথবা পরিত্যক্ত মদের
বেঁচে থাকা কীট হয়ে। কাতরতা দেখিও না পুরুষনারী;
এবার তোমাকে পাখি হতে হবে, জানো তো ভিক্ষের কোনো-
অবকাশ নেই সেই জগতে। স্বপ্নিল মেঘেরদেশও ভিক্ষাবৃত্তিবিহীন-
হে মানুষপাখি! হে গভীর জলের জীবাণু, তুমি আলোক সঞ্চারিত,
তুমিই পবিত্র শয়তানের অণু-পরমাণু। তাই সবিই সম্ভব তোমাকে দিয়ে...
এক আকাশ, অথবা কলুষিত মেঘ... সবিই তো তুমি; তাই তুমিই শেষ হয়েও-
হওনা শেষ!!  


৪ই নভেম্বর, ২০১৫