জ্ঞান কখনো ক্রয়যোগ্য নয়
একথা শুনছি ছেলেবেলা থেকেই


অথচ এখনও মানুষগুলো বসে আছে সোফিস্ট সেজে
তাই যে জ্ঞানের গুঁতো দেয় তাকেই গণ্ডার তুল্য মনে হয়


জ্ঞানের অহংকারে যাদের ব্যাগ ভারী হয়ে নুইয়ে পড়ে
তাদেরকে প্রশ্ন করে জানতে ইচ্ছে করে –
‘ওহে বলরাম জ্ঞানের সংজ্ঞাটা কি জানতে পেরেছো?’
জানি তাদের অহংজাত উত্তরে আমার গৃহজাত প্রাণীদের তীব্র চিৎকারে উৎসাহ  যোগাবে মাত্র!!




১০ই নভেম্বর, ২০১৫