মানুষ আবার নতুন করে মূর্খ হয়
তাই সদাই দৃঢ় দৃষ্টি রাখতে হয়
মস্তিষ্কের নিলাভ-রেইনফরেস্টের মহাদেশে...।


লাইব্রেরী বিচ্যুত মানুষ আবার আলিঙ্গন করে হিংস্রতাকে
গাদা গাদা হিংসাত্মক চেতনা তাকে বাধ্য করতে পারে
বিপথে যেতে, আকাশ যেখানে ভয়ে কাতরে মিশে যেতে চায় সমুদ্রে!


এই যুদ্ধ আসলেই এক অর্থহীনতার পরিণতি
যেখানে মানুষ মানুষকে হত্যা করে প্রশংসার নেশায়
যে যুদ্ধের আগমন দেখে থমকে দাঁড়ায় মানবতা


আমি, তুমি অথবা সে
আজ বড় বেমানান এই উন্মত্ত নৈসর্গিক দৃশ্যে
সাল্ভাদর-দালির ছবির মতন কেউ যেন মর্দন করে চলছে নারীদের স্তন
যাতে সভ্যতা নারীদের দেখতে শেখে শুধু বাৎস্যায়নের বিষয়বস্তু ভেবে  
পিয়ানোর বিছানা, গীটারের বন্দুক ওদের প্রয়োজন কিসে!
ওরা তো প্রয়োজনে পিশাচের দাঁত কিনে লাগাবে
পড়ন্ত কালো আলোয়ানটা জড়িয়ে মিশে যাবে ব্ল্যাকহোলের গৃহে!


১৪ই নভেম্বর, ২০১৫