মাথার ভেতরের জেগে থাকা শান্তির পাহাড় আবার জেগে ওঠে কুয়াশার ভেতর -
পাহাড়ি নদীর স্বচ্ছ জলরাশি ছড়িয়ে পড়ে দেহের শত-সহস্র জেগে থাকা শাখা-প্রশাখায়।

প্রয়োজনে তোমার আমিত্বও ভিজিয়ে নিতে পারো পবিত্র জলে নতুন করে ব্যাপ্টাইজ্ড হওয়ার বাসনায়!
তুমি, তুমি, তুমি সেখানে শুধু নির্ভেজাল কুয়াশাচ্ছন্ন সকালের মিষ্টি বৃষ্টির ফোঁটা
আর আমি ছিলাম শুধু মিথ্যার রাজ্যের পেটুক লোভী পিঁপড়েদের রানী।


নদীর জলে গা ভিজিয়ে নিয়েছিলাম ভুলবশত এক নব্যবন্ধুর প্ররোচনায়
সেখানেই কিস্তিমাত! আবার সূর্য ওঠে – চন্দ্র ডুবে – এই অভাগার রাজ্যে।


২৪শে নভেম্বর, ২০১৫