১৬ই ডিসেম্বরে রাজকীয় উত্থান হল আরেকবার
মনে হচ্ছে আসল সূর্যটা জেগে আছে আজ সহস্র সম্ভাবনার আড়ালে।
হাজার হাজার মিথ্যে স্বপ্নের আড়ালে -
আসল সূর্য যখন হারিয়ে বসি চাক্ষুষ দুর্বলতায়, আত্মার অস্তিত্বের নির্বুদ্ধিতায়!


আজ মনে হচ্ছে সকালটা নেমেছে বাসন্তী শাড়ি জড়িয়ে
শীতের কুয়াশার ভেতর বহুকাল পরে,
তোমার মতন সত্য স্বপ্ন সাজিয়ে -  
সে আমাকে টেনে হিঁচড়ে উড়িয়ে নিয়ে যেতে চায় -
আকাশ দর্শনে, মেঘমালার মিলন মেলায়।
অথচ আমি আটকে গেছি আলোরগতিতে ছুটে চলা ক্যাপসুলের ভেতর
হঠাৎ ভেসে ওঠা তরতাজা স্মৃতির ভেতর!



১৬ই ডিসেম্বর, ২০১৫