সবাই গ্ল্যান-ফ্রে হয়ে ওঠে না
কেউ ছিটকে পড়ে নর্দমায়
কেউ ঠায় নেই ফুটপাথে
শীতে কাঁপতে থাকে
ঠক ঠক করে
আজীবন।


সবাই গ্ল্যান-ফ্রের মতন ভাগ্যবান নয়
কেউ রঙিন চশমা দিয়ে ভাগ্য বদলায়
আর বলে ওঠে ‘আহ জগতটা ভীষণ লাল!’
অথচ নিল জগত তাকে গ্রাস করে বসে ধীরে ধীরে
স্বপ্নকল্পের বেদনায় নিক্ষিপ্ত যাযাবর রূপে


আমরা সবাই আজ মর্মাহত,  গ্ল্যান-ফ্রে
আর তাবৎ পৃথিবীর ব্যর্থ প্রেতাত্মাদের নিয়ে
যাদের মহত্ত্বের কথা কেউ বলে না
বলবেও না কোনোদিন জানি
কারণ ইতিহাস তো শুধু জয়িদের কথায় বলে
পরাজিত জ্ঞানীভূতদের কথা মনে রাখবে কেন পৃথিবী!
তারা তো জয়িদের গোখাদ্য মাত্র অথবা ক্রীতদাস


ফ্রে, তোমার পৃথিবী আর আমার পৃথিবী
আসলেই একছিলো, মিহি গমের আটার মতন
যা দিয়ে গড়ে উঠেছে এই বিশাল পপ-ইন্ডাস্ট্রি
অথচ রুটির বেলায় সবাই শুধু তোমাকেই মনে রাখলো
তাই আমরাও আজীবন তোমার নামেই বেঁচে থাকবো
তোমার গান গেয়ে অথবা তোমার নাম বেচে
আমরাও খুরিয়ে খুরিয়ে বেঁচে থাকবো-
এই অভিশপ্ত গানের মেলায়!


১৯শে জানুয়ারী, ২০১৬
(Glen Frey the founding member of Eagles has died yesterday who and Don Henley had created some of the greatest hits songs of 70’s, along with their fellow members)