শহরে বসন্ত আসে
নীরবে প্রকৃতির নিয়মে
বিগতশীতের পাতারা আজো ঝরে যায়
স্বর্গীয়-অশ্লীল ঘ্রাণ নিয়ে মাতাল হাওয়ায়।
আমারও ইচ্ছে করে তোমাকে নিয়ে হারিয়ে যায়
সেই মাতাল হাওয়ার মাঠে যেখানে দিগন্ত মিশে যায় সূর্যাস্তে
কিন্তু পুরো দাম্পত্য যখন মিশে গেছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশে
তখন রান্নাঘরের শার্শিতে উঁকি দেয়া রোদ্দুর আমাদের আবার
মিলিত করে শেষবিকেলের ধানক্ষেতে রবীন্দ্রের সুরে সুরে...