হৃদপিণ্ড যেন উঁচুপাহাড়ের সর্বচ্চোপাথর
যেখান থেকে নেমে গেছে পাথুরে নদী মানবদেহের মতন
চারদিকে স্বচ্ছকাঁচে ঘেরা অদ্ভুতুড়ে কর্পোরেটঅফিস
একদিন এই স্বচ্ছকাঁচও ভেঙে যাবে নিঃশব্দে- ভাবলেন চেয়ারম্যান!
পাল্টানোর স্রোতে চেয়ারম্যানসাহেব এখনও শিশুসুলভ
বাড়ন্ত বারান্দায় বড়অবেলায় তামাকের টান দিলেন,
বারান্দায় অপেক্ষারত চমৎকার কালোবেড়ালের নেতিবাচক ভেঙচি দেখেও!!
বাতাস এসে হুরমুরিয়ে আবার বুঝিয়ে দিয়ে গেলো -
“হবে যদি এমনতরো আকাশ থেকে বৃষ্টিনামাও বন্ধ হবে একদিন”
- শুনে অ্যালুমিনিয়ামের জানালারফ্রেমও বেঁকে গেল নিরুৎসাহে!
সময়েরঘড়িও বেঁকে বসলো আক্রোশে!  
“আক্রমণ হবে নিঃশব্দে শিশুসুলভ উৎসাহে
তবে শিশুসুলভ কোমলতা অক্ষত রেখে”...  
চেয়ারম্যানসাহেব চেয়ারে উঠলেন এবার দাড়িয়ে মোচর দিলেন
শতবছরের দেয়ালঘড়ির কানে
সময়ও নতুন করে শুরু হল আবার
স্কুলছুটির শিশুসুলভ উৎসাহে
যদিও চেয়ারম্যানসাহেব পটল তুলিলেন
নতুন সময়ের নতুন দশকের মাথায়
তবুও বাকিজীবনটা কেটেছিলো তার আনন্দে গভীরজঙ্গলের ঝর্ণাধারায়!