ইটপাথরের ভাজি
গগনবিদারী হাহাকারে
বিসদৃশ যখন নেড়িগলি
অর্থহীন ক্ষুধার তালে তালে তরতরিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আরও কতো দানব!
ইটপাথুরে দানব!! কাকদের মেলায় অনুৎসাহ!!
নেড়িকুকুরদের গলি থেকে বিতারন!! আরও কতো কি!!
এসব দেখে ক্লান্ত যে সাধু, যে কিনা আকাশকেই নিজের চশমা ভাবতে অভ্যস্ত!
তাকে কেন নামতে হল সিঁড়ি থেকে ভূমিকম্পের ভয়ে!!-
আতঙ্কিত ছাগলছানাদের সাথে??
“তারতো ভয়ের কিছু না থাকারই কথা”- ভীতচণ্ডপ্রবচন!!!
আনাদরে শিষ দিয়ে বেড়ায় গলির নিরীহপাখিরছানা
সে বুঝিয়ে দেয়- “আমাদের পৃথিবী প্রাণের ভয়ে কাঁপে না”
শুধু মানুষ কেন কাঁপে!
শুধু হানুষ কেন ফুঁপে?
তাহলে এই সভ্যতা কি শুধুই সুপুরুষ-কাপুরুষদের??
নাকি মিথ্যে শয়তানের বিশেষত্বের!!


১৪ই এপ্রিল, ২০১৬