পৃথিবীটা কোন পথে যাচ্ছে?
একবার খেয়াল করেছো
নাকি তোমার বোধগম্যতার বাইরে।
যতো দিকে হাত বাড়াও
খুঁজে পাবে এলন মাস্ক
অথবা বিল গেটসদের
মতন দৈত্যদের।
পৃথিবীর চামড়ার বারোটা বাজিয়ে
এখন পৃথিবীর হৃদপিণ্ডে
হাত দেয়ার অপেক্ষায় তারা।
হয়তো একদিন সকালের
শিরোনাম হবে আমেরিকা
আনটার্টিকা দখল করে
পুরো তেলটাই শুষে নিচ্ছে
তার পকেটে।
এ নিয়ে আর উচ্চ বাক্য
করার কেউ আসবেনা।
কারণ ফ্রান্স, ব্রিটেন জাতিসংঘে বসে বসে
মুখে আঙ্গুল দিয়ে আঙুল চুষবে।
রাশিয়ান সেনারা ইউক্রেনের
স্তন দিয়ে স্বর্গ বানাবে।
আর চায়না খুঁজবে
নতুন আরেক পথ
তাতে যদি পৃথিবীটা
ধ্বংসও হয়, তাতে
তার কোন দুঃখ থাকবে না।