রঙের আধিক্য তোমাকে অন্ধ করতে যথেষ্ট।
অতিরিক্ত শব্দ তোমাকে বধির করতে বাধ্য।
অতিরিক্ত স্বাদ তোমার রুচিকে অসার করতে বাধ্য।
চিন্তার জটিলতা তোমার মনকে উদ্ভ্রান্ত করতে যথেষ্ট।
আবার কামনা যে হৃদয়ে ক্ষতের সৃষ্টি করে,
এটাও মনে রাখতে হবে প্রতিনিয়ত।
তাই গুরু জগতকে পর্যবেক্ষণ করেন ঠিকই
কিন্তু দৃঢ় বিশ্বাস রাখেন নিজের অন্তরদৃষ্টিতে।
তিনি সকল কিছুর আসা ও যাওয়াকে সহজে মেনে নিতে জানেন,
যেহেতু তিনি যে আকাশসম হৃদয়ের সত্ত্বাধিকারী!