যখন মহান 'তাও' বিস্মৃত হয়ে পড়ে,
তখন দয়া ও ধার্মিকতার উদ্ভব ঘটে।
যখন দৈহিক বুদ্ধিমত্তা ক্রমহ্রাসমান,
তখন চাতুরতা ও বিদ্যার উন্মেষ ঘটে।
যখন পরিবার অশান্তিতে বিপর্যস্ত প্রায়,
তখন মাতাপিতার প্রতি ভক্তি শক্তিশালী হয়।
যখন একটি দেশ বিশৃঙ্খলায় পতিত হয়,
তখন আবার নতুন করে দেশপ্রেমের উদ্ভব ঘটে।