সর্বোৎকৃষ্ট ভালো বস্তুটি পানির মতন নরম ও কোমল,
যা কোন প্রচেষ্টা ছাড়ায় সকল বস্তুর পুষ্টিসাধন করে।
পানি এমন নিম্নস্থানকে সন্তুষ্টির সাথে বরণ করে,
যা লোকে অবজ্ঞা করে।
তাই 'পানিই' 'তাও'-এর সবচেয়ে নিকটতম আত্মীয়।
বসবাস করো ভূমির কাছাকাছি ;
চিন্তার ক্ষেত্রে, সাধারণত্বকে বেছে নাও।
দ্বন্দ্ব-সংঘাতের ক্ষেত্রে, পরিচ্ছনতা ও উদারতাকে অগ্রাধিকার দাও।
শাসনের ক্ষেত্রে, নিয়ন্ত্রণ করতে যেওনা কখনও।
কাজের ক্ষেত্রে, যেটা তোমার পছন্দ সেটাই বেছে নাও।
পরিবারের ক্ষেত্রে, সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করো।
যখন তুমি তুলনা ও প্রতিদ্বন্দ্বিতাকে বাদ দিয়ে
কেবল নিজের মতন হয়ে বেঁচে থাকতে পছন্দ করো,
তখন সকলেই তোমাকে সম্মান প্রদর্শন করতে বাধ্য থাকবে।