দুঃখের ইজারা নিয়েছি যেন!
এ দুঃখের রাত্রি ফুরোয় না আর !
রাতের আরাম হারাম হয়ে যায়
প্রিয় মুখগুলোর চিন্তায়।


যতই আশায় বাঁধি বুক,নিরাশা ততই  আপন হয়
পানসে হয়ে আসে বেঁচে থাকার আহ্লাদ ।
যে মুমূর্ষ গণতন্ত্রের দেশে ভূতের ভোটে সরকার আসে
পঁচা আমের মতোই জনতার কদর সেখানে !
হাহুতাশের সন্ধ্যা নামে আকাশ ছোঁয়া বাজেটে!
স্বর্ণ হয়ে উঠে চাল-ডাল,পেঁয়াজ-রসুন....
স্বস্তি আসে কেবল বিমানের ইজারা,জেট ফুয়েলে!


নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকি আগুন লাগা বাজারে !
পূরণ হয় না পাঙাশ মাছ খেতে চাওয়া মাসুম শিশুটির আবদার!
আর কতো? পারছি না আর----
হে প্রভু,বিলাসী জীবন চাইনি তো
দু'বেলা ডাল-ভাতেই অপার সন্তুষ্টি ।
নাজিল করো ফের মান্না-সালওয়া
বেঁচে তো থাকি অন্ততঃ !
অশ্রুভেজা গলায় এ আমার ফরিয়াদ।।