মুক্ত আকাশে যে পাখির অবাধ বিচরণ
রোজ-রোজ মরে সে-
লোহার পিঞ্জরে শিকল পরা পা'য় ।
বেঁচে থাকাই কঠিন কাজ এ অবনীপরে ।
বেঁচে থাকার তাগিদেই করে যাই মেনে নেয়ার অভিনয় ।
এখানে স্রোতস্বীনীর কলতান নেই। ঘুম ভাঙে না পাখিদের কলরোলে।
ক্ষেতের আইলে হাঁটতে গিয়ে শিশিরে ভেজে না পা।
কতকাল দেখি না লাউয়ের ডগায় ফড়িংয়ের মেলা!
আহত পাখির মতোই ছটফট করি ক্লান্ত শরীরে
শান্তি খুঁজি গাঁয়ের চিরচেনা দৃশ্যপট স্মৃতির আয়নায় দেখে ।
মৃত্যুর পরে বেহেশত আর গাঁয়ে ফিরে যাওয়ার ফরিয়াদে শেষ হয় মুনাজাত।


প্রকৃতির লালিত্য শোভায় মোহিত হতেও অনুরাগ লাগে
কোন বিতৃষ্ণা ওদের করেছিলো বিরাগী?
সবুজের আন্দোলনে আন্দোলিত নব প্রজন্মের মন।
আমার শহর এখন সবুজে ঢাকা।
সবুজে মোড়ানো গলিপথ ।
ঝিরঝির বাতাসে দোল খায় আঙিনার চারপাশে- আম,জাম,কাঠাল,কৃষ্ণচূড়ার শাখা।
বাহারি ফুলে সুসজ্জিত প্রতিটি ব্যালকনি,প্রতিটি ছাঁদ ।
ঝাউবিথি আজ গলির প্রশস্ত রাস্তা।
যেদিকে তাকাই পরান পরিতৃপ্ত হয় চোখের আরামে ।