এমন কেউ কি আছিস বল?
পারবি দিতে মুছে,বাংলা মায়ের চোখের জল ?
কাঁদছে মা যে নিরবধি
কপাল তলায় ব্যাথার নদী
তার সন্তানেরা বড়‌ই বদী করছে শুধুই  ছল !
এমন কেউ কি আছিস বল ?


এত স্নেহে আগলে রেখেও করছে মাকে পর
ভিনদেশের ঐ বেগম পাড়ায় গড়ছে গিয়ে ঘর ।
যা ছিল মা'র সব‌ই লুটে
খেয়ে গিয়ে চেটেপুটে
মায়ার বাঁধন দিচ্ছে টুটে কৃতঘ্ন স্বার্থপর।
এত স্নেহে আগলে রেখে‌ও করছে মাকে পর।


ভুলভালিয়ে নিচ্ছে যারাই মা'কে সেবা'র ভার
পিশাচ তারাই মারছে ছুরি বিশ্বাসেতে মা'র !
সামনে যখন এগোয় বিশ্ব
সোনার বাংলা হচ্ছে নিঃস্ব  
শিখর থেকে শিকড় শিষ্য লুটের অংশীদার!
ভুলভালিয়ে নিচ্ছে যারাই মা'কে সে'বার ভার।


একাত্তরের ফাগুন বুকে নয়কো শুধুই মুখে
দেশপ্রেমিক সব বীর জোয়ান দে ঘোর বিপদকে রুখে।
ভরসা মায়ের নবীন-তরুণ
তোরা'ই কালের দীপ্ত অরুণ
কর বিলোপ দুর্গতি করুণ হাসুক মা ফের সুখে।
একাত্তরের ফাগুন বুকে নয়কো শুধুই মুখে।