কুসুমমালিকা ছন্দে


দেখার-তৃষায় প্রিয়া হয়েছে এতো মোহিনী
মনের  পাতায় এঁকে  দেখি  দিদৃক্ষু সে মুখ,
কল্পলোকে  হবে  বলে  অনুপমেয় রোহিণী
দাফন  করেছি চোখে  দৃষ্টি জুড়ানোর সুখ।


না হয় যদি  আমার অশরীরী  "প্রেমী সেই"
প্রিয় কাব্যরূপা নামে শুধু ভেবে গেছি যারে,
কল্পনার  রঙ মেখে  থাকুক সে  আড়ালেই
পেতে গিয়ে হারাবো না এ হৃদয় থেকে তারে।


পারিনি পরাতে গলে  তিন কবুলের মালা
প্রিয়তী করে নিতেই  এত দূরে-দূরে রাখি!
হাসিমুখে পোড়া বুকে সাজায়ে বরণ ডালা
ওপারে পাবার আশে  বিরহের স্বাদ চাখি।


কালের খেয়ায় ভেসে যতো দিন হয় গত
অন্তর-চোখেতে প্রিয়া ততো হয় মনোহর,
তবু  মিলন-বাসনা  বুকে  চেপে  অবিরত
আপন করতে গিয়ে তাকে করে দিছি পর।।