দু'চোখে স্বপ্ন বুনি--
পূরণ হওয়ার আগেই হয়তো ফিরে যাবো ওপারে।


একটি চাবি বানাবো ।
মুখ্য চাবি। মাস্টার কী বললে সহজেই চিনবে।
একটি মাস্টার কী বানাবো।


যা খুলবে তালা সব ধরণের
                         মূল উপড়াবে পাপের,
আপনার ভিতর চৈতন্য-অনল
                            জ্বালবে অনুতাপের ।


একটি চাবি বানাবো, সেই চাবি।
জংধরা তালা খুলবো মানুষের বিবেকের।


যাদের হাত কাঁপে না অনৌচিত্যে-  
                                        বুক কাঁপে না রণে,
বিবেক সাপের দংশনেতে
                                         মরবে ক্ষণে-ক্ষণে।


একটি চাবি বানাবো, সেই চাবি।
মানুষের নৈতিকতার তালা খুলবো।


যারা সার্থটাকেই দেয় প্রাধান্য
                                     আত্নসম্মান বেঁচে,
নীতিবোধকে আনবে তুলে
                                       হৃদয়-সিন্ধু সেঁচে।


একটি চাবি বানাবো, সেই চাবি ।
সাম্যের তালা খুলবো মনুষ্য মনের ।


থাকবে না ভেদ রাজা-প্রজায়-
                                          ধর্ম-বর্ণ-জাতে,
একই স্রষ্টার সৃষ্টি সবে
                               হবে এই পরিচয় তাতে।


একটি চাবি বানাবো, সেই চাবি ।
মানুষের মনুষ্যত্বের তালা খুলবো।


হাসবে না আর কুকুর'টা আর
                                   শ্রেষ্ঠ জীবের কাজে!
শুদ্ধতাতে এই গ্রহটা
                                    সাজবে স্বর্গ সাজে।।