হাজার যুবকের হৃদয় ভেঙ্গে
ধরলে তুমি এক বুইড়া ব্যাটার হাত!
মেনে নিতে পারেনি,পারবে‌ও না কেউ
বুক পেতে নিতে এমন কুঠারাঘাত!


অপরের সুখেও কেউ হতে পারে সুখী
বাসতে পারে ভালো অপরের হাসি,
তাই বলে কেউ কি সহ্য করে নেয়
হৃদয়ের রানি যখন হয় পরবাসী?


সামাজিক রীতিনীতি হঠাৎ যদি
দলিত হয় কারো জুতার তলায়,
আটকিয়ে রাখা যায় না কারো মুখ
হাসি-ঠাট্টায় উচিত কিছু বলায়।


নৈসর্গিক দৃশ্য দেখায় অভ্যস্ত চোখ
হঠাৎ যদি কভু ভিন্ন কিছু দেখে!
সহসাই বলে উঠে কিয়ামতের আলামত
দেখার কত কিছুই গেলাম আরো রেখে!


হয়তো বা নিয়মের ফাঁকফোকর খুঁজে!
বৈধতার সিল আছে সম্পর্কের গায়!
তবুও দৃষ্টিকটু কিছু নিন্দিত কাণ্ডের!
যায় না কখনো এড়ানো দায়।


খাঁটি দিলেও যদি বয়ঃবৃদ্ধের গলায়-
পড়িয়ে থাকো প্রণয়ের মালা,
পাগলেও ভাবে তাতে বৈভবী মোহ
হতচ্ছাড়া নেটিজেনের বাড়ে শুধু জ্বালা!


লোক-লজ্জার ভয় নিলামে তুলে
বেহায়াপনার চটকদার বিজ্ঞাপনে,
সেলিব্রিটি হয়ে গেছ বিশ্ব-সভায়
ভাবছ হয়তো এমনটাই মনে!


তোমাদের এমন নির্লজ্জ আচরণ
পারছে না মেনে নিতে যুবসমাজ,
ছি!ছি!ছি! করছ টা কী!
স্লোগানে মুখরিত যুবকেরা আজ!