চলো বদলে যাই।
আরেকটু মানবিক হই,
আপনার জীবনে মাখি অপরের বেদনার রং,
এসো বিবেকের রায়ে করি চরিত্রের এফিডেভিট।


এসো স্বার্থপরতা করে দেই দাফন।
ষড়রিপু পুড়িয়ে করি ছাই,
ভালোবাসি দেশ,মানুষকে করে নেই আপন,
মানসিক প্রশান্তি হৃদয়ে হবে আবাদ।


সুখী হতে কে না চায়?
এসো সবাইকে নিয়ে হই সুখী,
প্রশস্ত করে দেই মমতার উঠোন,
অন্যের সুখটাকেও এসো করি উপভোগ।


ঠিকানা বদলাই এসো ।
নিঃস্বের অবস্থানে নিজে গিয়ে দেখি,
হোক না সে কল্পনা অল্প সময়ের ,
অনন্ত শুকরিয়ায় শুদ্ধ হবে তখন।