মূর্খ ছিলো বাপ-দাদা যে  তাও  ছিলো খুব সরল
বিদ্বান হয়েও  এই  আমাদের   ভিতর ভরা গরল।
ডাস্টবিনেতে   মানবতা !  কাঁদছে   প্রীতি  লাজে
স্বার্থটাকেই  দেই  প্রাধান্য  আমরা সকল  কাজে।
পরের  ব্যথায়  মোটেও আজি   হইনা কেহ  দুখী
ফান্দে ফেলে  সব লুটে তার চাইগো  হতে  সুখী।
নরেশ,পরেশ,  পান্না  কাকা  কোথায় গেল  তারা?
ছলচাতুরী,    পরের  ক্ষতি   ভাবেননিকো   যারা।
এরাই  আসল  শুদ্ধ মানুষ  বলবো সকাল  সাঁঝে
আজকে তাদের পাই না খুঁজে  শিক্ষিতদের মাঝে।
শিক্ষা জাতির আঁধার টুটায় ফুটায় ভোরের আলো
শিক্ষিতরাই জাতির ভালে  উল্টো মাখছে  কালো !
নাট্য  পাড়ার    মিষ্টি আপু   ঝরা  শিউলি  প্রাতে !
হাজার  মনের  ক্ষণিক-রানি     শয্যা-সঙ্গী রাতে।
জাত মেরেছে   ময়না  ফুফুর   লম্পট পুত্র  রাজা
ভার্সিটি পাঠ   চুকে  খাটছে   বলাৎকারের  সাজা।
নাজিম মামার   স্বপ্ন  ভাঙ্গলো   যুগ্ম-সচিব ছেলে
দুর্নীতির দায়   মাথায়  নিয়ে  মরছে পঁচে  জেলে।
নির্বাসিত  নৈতিকতা !দোষ'টা   দেবো   কা'দের?
শিক্ষা-দীক্ষা?  অভিভাবক? যুগের কিংবা তাদের?