"কবি ও কবিতার গল্প"
-চিশতী রাজু আহমেদ ।
তারিখঃ ০৪/১০/২০২১ খ্রিঃ ।


না ঘুমিয়ে-ঘুমিয়ে চোখের নিচে -
পড়ে গেছে কালো দাগ-
                                  মা করতো রাগ ।


কী সব ছাইপাঁশ লেখে পড়াশোনা ফেলে
তোমার ছেলে শেষমেশ হবে দেখো জেলে!
আগে লেখাপড়া তারপর ওসব....
ভবিষ্যত নিয়ে চিন্তিত -শঙ্কিত-
                               বাবার কলোরব।


শোনরে তোরা শোন
একটু দিয়া মন।
দোস্ত হইবো কবি
আঁকবো দ্যাশের ছবি !
সত্যি কবি হবা দোস্ত ! রবীন্দ্র-নজরুল ?
তাইলে রাইখা দাও দাড়ি বড় কইরো চুল ।
কত কবি বটতলায় পইড়া,
         থাকে না খায়া মইরা
খবর রাখো তারি-
                                   বন্ধুদের টিটকারি।


বিছানা ফেলে টেবিলে বসে
কাব্য রচেন তিনি ! ডাকলে ফোঁসে ।
আশায় আশায় থেকে রাত হয় পার
বউ নয়-কবিতাই এখন যেন সঙ্গী তার ।
রাত জাগা পাখি হয়ে শরীর করেছে কঙ্কালসার
যা মন চায় করুক,কিচ্ছু বলবো না আমি আর।
বাসা বাঁধুক দেহে শত শত রোগ -
                                 বউয়ের অভিযোগ ।


কবি সাহেব, সাহিত্য চর্চায় ফেসবুক চালান !
পাঁচটার আগেই অফিস থেকে পালান।
এসব কাজেই কোম্পানির নামছে ধ্বস -
                                      অফিসের বস।


বেঁচে থাকতে কোথাও নেই কবির কোনো দাম ।তবুও কবি লিখে যান অবিরাম।
সৃষ্টি সুখের আনন্দে।  মানুষের কল্যাণে। মানবতার জন্যে।