কত রাত আমি করে দিছি পার
তোমাকেই ভেবে ভেবে কাব্য লিখে,
হৃদয়ের ডাকে এসে ধরো যদি হাত
সুন্দর এ জীবনটা হবে না ফিকে।


কত স্বপ্ন-আশার ফুল ফুটেছে চোখে
তোমাকেই দেবো বলে উপহার,
আমার চোখের সে ফুলের কাছে
বাগিচার ফুলগুলোও মানবে হার।
কত রাত আমি করে দিছি পার।


কত ভাব-ভাষার চাষ করেছি মনে
তোমার সনেই বলে করব উজাড়,
রাত্রি বিদায় নেবে কথায় কথায়
মিটবে না তবু পিয়াস  হবে প্রগাঢ়।
কত রাত আমি করে দিছি পার।