তোমার  দয়ার  কাছে   চিরদিন ঋণী
তবুও তোমারে  আমি   কতটুকু চিনি?
ক্ষমা করে দিয়ো প্রভু  সব গুনা -পাপ
ভেঙেছে গো ভুল আজ করি অনুতাপ ।


বিনা  দামে  দিয়েছো যে   শীতল পবন
স্নিগ্ধতা  দিয়ে  আমায়  সুখী করে মন।
গাছে গাছে দিলে কত  স্বাদে ভরা ফল
এ তৃষ্ণা মেটাতে দিলে রাশি রাশি জল।
সর্বত   দেখি  তোমার    মহিমার  ছাপ
ভেঙেছে গো ভুল আজ  করি অনুতাপ ।


কাননে ফোঁটালে তুমি  কত রঙে ফুল 🌸
নয়ন   জুড়ায়  সেতো   সুন্দরের  মূল।
পাখি  সবে  কলরবে     মূর্ছনা  ছড়ায়  
পাহাড়ের   ঝর্ণাধারা    পরান  ভরায় ।
সর্বত   দেখি  তোমার   মহিমার   ছাপ
ভেঙেছে গো ভুল আজ করি অনুতাপ ।


আলোকিত করে রবি  দিবসেতে আসি
চাঁদের জোস্নায়  দিলে   রজনীর   হাসি ।
মিটি মিটি জ্বলে  তারা  আকাশের গায়
কি সুধা দিলে গো মেখে   ঘন বন ছায় ।
সর্বত   দেখি  তোমার    মহিমার  ছাপ
ভেঙেছে গো ভুল আজ  করি অনুতাপ ।


একাকী ভুলিতে দিলে  কত না স্বজন
মায়ার বাঁধনে বেঁধে   দিলে এ  ক'জন ।
সুখে দুখে  মিলেমিশে  পাশাপাশি রয়ে
বিপদে এগিয়ে আসে   প্রতিনিধি হয়ে।
সর্বত   দেখি  তোমার    মহিমার  ছাপ  
ভেঙেছে গো ভুল আজ করি অনুতাপ ।।