ভাঙ্গিয়া তুমি আপনার ঘর
শান্তির বুলি আওড়াইয়া বেড়াও বিশ্ব-চরাচর !
জরা-ব্যাধী,ক্ষুধা-তৃষ্ণায়
প্রাণটা যাদের যায়-যায় অবস্থায়
সর্বহারাদের বুভুক্ষু রাখিয়া প্রভুদের খাওয়াও সর!


আপনজনের কান্না কভু শুনতে নাহি পাও
প্রগাঢ় দরদে চিরসুখীর কান্না থামাতে যাও!
জলশূন্য নিজের ঘটি
ঠিকই কিন্তু জানো ও'টি
ব্যক্তি স্বার্থ সিদ্ধি করতেই দশের স্বার্থ বিকাও!


ভাটির দিকে বৈঠা মেরে বেয়ে যাও তুমি নাও
সবার সাথে তাল মিলাতেই সবার সুরে গাও!
সাজতে মহান সবার চোখে
মহা মানব বলুক লোকে
নিজ গৃহেতে আগুন জ্বেলে দাবানল নিভাও !


খুব অচিরেই পড়বে ধরা অভিনয় আর ছল
পাপ ছাড়ে না বাপ'কে সেদিন পাবে কর্মফল।
ঠিকই একদিন বুঝবে সবাই
ছল-চাতুরী করবে জবাই
কাঁন্দে জননী আর মুছো তুমি মাসির চোখের জল !