ইচ্ছে করে ওকে সেরা পাঠিকার সনদ দেই প্রতিদিন
ওর চেয়ে এতো নিখুঁতভাবে খুটে খুটে কেউ পড়তে পারে না আমাকে
আমার চোখ পড়ে, কপালের রেখা পড়ে, ঠোঁট পড়ে,মুখের ভাষা পড়ে,নিমেষেই পড়ে ফেলে আমার মন
আমাকে ভালোবাসে কিন্তু শৃঙ্খলে রাখে
বিশ্বাস করে কিন্তু বাকি দেয় না!
রাতে বাসায় ফিরতে দেরি হলেই বড় চুল খোঁজে,ওমেন পারফিউমের ঘ্রাণ খোঁজে পোশাকে!


আমার যত ভুল,সব কেবল ধরা পড়ে ওর ডুবুরি চোখে
আস্ত একটা ভুলের কারখানা আমি
সহজ-সরল মাটির মানুষ বলে স্বজনেরা যখন সার্টিফিকেট দেয়
সেখানেও বিদ্রূপের হাসি!
দশতালা বিল্ডিং থেকে লাফ দেয়ার আগে বললেও মানবে না সে!
প্রথম শ্রেণীর শয়তান আমি,গহনা খোলার মধুর সময়েও ওর আহ্লাদী উত্তর!
আমি প্রতিদিন সংশোধন হই ওর ভুল খোঁজা চোখে।


আফসোস! আজও হয়নি সে আমার কবিতার পাঠিকা!
কবিতা ওর সতীন! কবিতা'ই ভাগ বসায় সোহাগী রাতে
আমার কবিতা তাই আজো ভুলে ভরা
স্বজনের মতো সবাই ঢালাও প্রশংসাই করে যায়
ভুল আর শোধরানো হয় না কবিতার।।