এক চোখে বেচো তেল আরেক চোখে নুন
এই  কি  কোনো  জন্মদাতা  পিতার  গুণ ?


হেসে বললো বাবা,' প্রশ্নের উত্তর দেবো না আজ
সময়ই তোমার জবাব দেবে,সেদিন পাবে তুমি লাজ ।


বাপ - মা'র কাছে সব সমান, ছেলে মেয়ে যাই হোক
বাপ -মা না হওয়া অবধি, বুঝবেনা এ সত্যটা কোনো লোক ।


বহু কাল গিয়েছে কেটে  মাঝখানে সুদীর্ঘ সময়
বাবা থাকতে বুঝিনি তা, হয়নি তেমন বোধোদয়।


আমিও বাবা হয়েছি, আজ আমি পুত্র -কন্যার জনক
হারে হারে পাচ্ছি টের, ঠিকই আমার নড়েছে টনক !


দেখেছেন নিশ্চয় ! কন্যা কোলের সেই প্রোফাইল পিক
অনেক সম্মাননার সনদে আপু, বুঝ এলে দেবে ছেলে ধিক !


তাইতো ! এক চোখে বেচি তেল আরেক চোখে নুন
এই  কি  কোনো জন্মদাতা পিতার গুণ ?


বিবেকের রায়ে দিলাম শেষে, পুত্র কোলের প্রোফাইল ছবি
বড় হয়ে যেন ছেলেটি বলে , সত্যিই বাবা ছিলেন নীতিবান কবি ।


তবুও মনে বইছে আমার, সতত এক অশান্তির ঝড়
ছেলে পেয়ে সাধারণ মানুষের মতোই, মেয়েটিকে করে দিলাম পর ?


ছেলে-মেয়ে সমেত দ্বৈত ছবি,তারচে বরং ঢের ভালো
প্রোফাইল পিক বদলাবো ফের,ঘুচে যাবে মনের দ্বন্দ্ব কালো ।