আমি প্রেমের পুজারি
বিরহ তো চাইনি নারী!
প্রেমের ছলনায় তবু কেন আমায়
করেছো রিক্ত-ভিখারি?


পুঁজি করে রূপটাকে
ভেঙে পরের বুকটাকে
খেলেছো যেন হার-জিত খেলা!
শ্রাবণের  মেঘ এনে
ভরে দিলে দু'নয়নে
প্রেমহীনে   প্রহসনে
সান্ত্বনায় দিয়েছো শরাবের পেয়ালা!


করুণায় দিয়েছো নিদ্রাহীন রাত
স্বপ্নের দেখাটাও আজ মিলে না!
জীবনের ডালি ভরে
দিলে ব্যাথা সাথী করে
এক বিন্দু প্রেমও তুমি দিলে না!


স্মৃতি বুকে ঘুরিফিরি
না বাঁচি না মরি
প্রেমের প্রতিদানে আজ আমি-
হয়েছি রিক্ত -ভিখারি!!