বীর বাঙালির  বীরত্বের অভিধানে
পরাধীনতা পরাভূত হয়ে গেছে লীন,
স্বাধীনতার কতো যুগ পেরিয়ে গেলো
হয়নি আজো শব্দটি  সর্বজনীন।
মুক্তি মিলেনি আপামর জনতার
এখনো শোনা যায় পীড়িতের চিৎকার
স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই,
স্বাধীনতা চাই আরেকটি বার ।


এখনো মা-বোনের  পীড়নের খবরে
পত্রিকার পাতা ভরে যায় রোজ,
লাশের মিছিল দেখি বদ্ধভূমিতে !
এখনো নিত্য হয় প্রিয়জন নিখোঁজ ।
বিচার দেবো যারে সেই গেছে পরপারে
কে দেবে আজকে ভরসা আর ?
স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই
স্বাধীনতা চাই আরেকটি বার।


সভ্যতার উৎকর্ষতায়  পাল্লা দিয়ে হায়
ঘোড়ার  পিঠে চড়ে চলছে স্বদেশ ,
কচ্ছপের  মতো এগোয় জনতার ভাগ্য
ফায়দা লুটে যায় শোষকেরা বেশ।
ক্ষুধার জ্বালায়  কতো মা হয়ে নিরুপায়
সন্তান বেঁচে, কে নেয় খবর কার ?
স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই
স্বাধীনতা চাই আরেকটি বার।


গণতন্ত্রটা আজ  মুমূর্ষাবস্থায়-
আইসিইউ'য়ে, বাঁচার শেষ সংগ্রামে রত,
ডাক্তারগুলো সব অন্ধ-বধির
সেবিকারা হাল ছেড়ে হয়েছে নত।
রাজনীতি দখলে  ব্যবসায়ী সকলে
সংসদ ভবন ,' ভাবে ব্যবসা কেন্দ্র তার,
স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই
স্বাধীনতা চাই আরেকটি বার।।