পৃথিবী উন্নত হচ্ছে,মানুষ চাঁদে যাচ্ছে
তাতে আমার কী!
ময়লা জামা আর ছেঁড়া কাঁথাই এখনও
এ প্রচণ্ড শীতের সম্বল!
সেলুকাস! সত্যিই সেলুকাস!


এই যে তোমরা এত জ্ঞানী-গুণী হলে
শিক্ষা-দীক্ষায় ছুঁয়েছ আকাশ,
গেল না তবু উঁচু-নিচু,জাত-পাতের ব্যবধান!
এখন‌ও হলো না ঠাঁই তোমাদের ভদ্র সমাজে!
রাস্তার মানুষ!রাস্তাই আমাদের শেষ আশ্রয়!
সেলুকাস! সত্যিই সেলুকাস!


এই যে গাও এত মানবতার গান!
দরদি হলো না তবুও তোমাদের পাথুরে দিল!
কত্ত আরাম করে সুখনিদ্রা যাও!
সূর্যের তাপের আশায় এখনও জবুথবু হয়ে
কাটে দীঘল রাত্রি!
সেলুকাস! সত্যিই সেলুকাস!


ভোটের আগে নেতারা দুয়ারে এল
বিজয় মালা পরেই ভুলে গেল সব!
পূরণ হলো না একটি কম্বলের স্বপ্ন!
নেতারা এখন সংসদে থাকেন ‍!
দেশের উন্নয়নে বড্ড ব্যস্ত!
সেলুকাস! সত্যিই সেলুকাস!


শুনেছি-কবির হৃদয়ে নাকি অভাগার বসবাস
মানুষ-ই তাদের কবিতার বুনিয়াদ
বঞ্চিতরাই সব গল্পের নায়ক।
ওগুলো শুধুই কাগজে-কলমে!
বাস্তব থেকে তারা যোজন যোজন দূরে!
"একটি কম্বলের স্বপ্ন" গল্প হলেও
কম্বল আর হলো না সম্বল এ অভাগার!
সেলুকাস! সত্যিই সেলুকাস!


ঈশ্বর‌ও রাখে না খোঁজ
একটু একটু করে মরি রোজ!


হে আমার ফুটপাতের বন্ধু সেলুকাস!
তোমার পুষে রাখা ব্যথাগুলোই আজ করলাম অনুবাদ।