দেখছি না আর বাঁচার উপায়
কাঁপছে শরীর-হাড়!
বৃদ্ধ-শিশু,গরিব-ধনী,
পাচ্ছে না কেউ ছাড়!


কাঁপছে ভয়ে বীর পালোয়ান
করছে স্বীকার নতি,
ভৃত্য-মনিব মূর্খ-জ্ঞানী
সবার একই গতি।


শত্রুসেনার রোষটা বেশিই
বিত্তহীনদের তরে!
সকল যুদ্ধে দীন-দুঃখীরাই
সবার আগে মরে।


তেজ থেমেছে রবি বাবুর
নিচ্ছে না সেও ঝুঁকি!
দুপুর বেলায় বিড়াল সেজে
দিচ্ছে হঠাৎ উঁকি!


ড্রোন-মিসাইল বুলেট-বোমা
আসছে না তাও কাজে,
অসার হয়ে অস্ত্রাগারে
র‌ইছে পড়ে লাজে!


রাষ্ট্রপতির আদেশক্রমেও
দমছে না এই অরি!
করছে জিহাদ সকল মানুষ
ভিন্ন অস্ত্র ধরি।


গরম কাপড় অস্ত্র নিয়েই
লড়ছে যে তার সাথে,
সকাল বলো দুপুর বলো
সন্ধ্যা কিংবা রাতে ।


শক্তিশালী শত্রু কে সে
কাঁপায় বাঁচার ভিত?
অন্যকোন দেশ-জাতি নয়
নাম হলো তার শীত!