কাদের জন্য লিখব শিশুতোষ?
সকল মায়ের বুক যে খালি!
পোড়া হৃদয়ের ছাই দিয়ে এঁকে যাই
ওদের পৈশাচিক বীভৎসতার প্রতিচ্ছবি!


প্রিয় স্বদেশ আমার আজ মৃত্যুপুরী !
চরম উৎকণ্ঠায় কাটে প্রতিটি প্রহর!
স্বজনের মুখগুলো দেখে নেই বারবার
হয়তোবা কারো লাশটিও খুঁজে পাবো না আর ‍!


পাখির ডাকে নয়,এখানে ভোর হয় গোলাগুলির আওয়াজে!
পেশাগত কাজে নয়,সারাদিন যায় কেটে
ধ্বংসস্তূপ থেকে স্বেচ্ছাসেবী হয়ে উদ্ধার কর্মে !
এখানে রাত্রি নেমে আসে আকাশ থেকে মুহুর্মুহু অগ্নি-গোলার ঝলকানিতে ‍!


প্রার্থনাতেও আজ প্রশান্তি নেই!
কচিকাঁচা মুখগুলো সামনে এসে বলে-
এ কেমন বাপ-মা তোমরা!বাঁচাতে পারলে না আমাদের?


ক'টা দিন‌ও ওরা দিলো না বাঁচতে!
কী-ই বা দেখলাম এ পৃথিবীর রূপ!
সব বলে দেবো স্রষ্টাকে
হিংস্র জানোয়ার ঐ মানুষগুলো খুব!