আপন মনে একেলা একেলাই হাসি
যখন লোকেদের স্তুতিবাদে যাই ভাসি !
জীবন আর সম্পদের পার্থক্য বোঝে না যে জন
তারেই দেখি জ্ঞানী বলে করে সম্বোধন !


বড় বড় ডিগ্রি আছে অর্জনের ঝুলিতে
আজো তবু পারিনি জ্ঞানের দুয়ার খুলিতে।
এ দোষের দোষী আমি নই ,এ নয় কেবল আমার হার
শিক্ষাব্যবস্থাকেই নিতে হবে এর সব দায়ভার।


এতো শিক্ষা দিয়েও জ্ঞানী করে পারেনি গড়তে
জ্ঞানের অমূল্য রতনে শিষ্যের হৃদয়'টা ভরতে।
ধুকে-ধুকে মরি তাই অপ্রাপ্তির বেদনায়
রাত-দিন হন্যে হয়ে খুঁজি জ্ঞানী হবার উপায় ।


সম্পদের চেয়েও  জীবন অধিক দামি
এই কথাটিই এ শিক্ষায় শিখিনি আমি !
সিগারেট ছেড়ে কিনুন একটি ইট সে দামে
ধোঁয়ায় যাবে না উড়ে নিশ্চয়ই আসবে কামে।


সারা জীবনের শিক্ষা আসেনি কাজে, সব গিয়েছে জলে
অথচ একটি স্ট্যাটাস কিভাবে বদলে দিলো যুক্তির ছলে !
সম্পদের লোভে সিগারেট ছাড়লাম,জীবন বাঁচাতে নয় !
কী আশ্চর্য ! জীবনের চেয়ে সম্পদ'ই আমার কাছে বড় তয় ?