ভালবাসো ভালো কথা,' আরো ভালোবেসে যাও
চরিত্রে লাগাইও না কলঙ্কের দাগ!
রূপ নয় গুণ খোঁজ
ধন নয় মন,
চরিত্রৌজ্জ্বল সাথি খোঁজ
সাজাতে জীবন।


আবেগের বশে কভু করো না সেই ভুল
শেষ হলে সম্বল
পাবে নাকো কূল!
কলিতেই ঝরে যদি সুরভিত ফুল
পুষ্পহারের সম্মান না পায় সে মুকুল।
না হতে পারে সে বঞ্চিতা ফুলদানির রাই
ময়লা-আবর্জনা বলে ভাগারে হয় ঠাঁই।
ভালবাসো ভালো কথা,' আরো ভালোবেসে যাও
চরিত্রে লাগাইও না কলঙ্কের দাগ!


অচল পয়সা কোনোই আসে নাকো কাজে
সুর হীনা বীণা পড়ে থাকে ধুলি মাঝে!
ঝরা ফুলের কান্না,' শুনেছে কি কেউ ?
অবহেলা-অনাদরে,' মনে কী যে ব্যথার ঢেউ!
স্বপ্নের রাজা-রানি,
কেন ঘোলা করে খাবে পানি?
চরিত্রের সৌরভে পাবে,' গৌরব-অনুরাগ--
ভালবাসো ভালো কথা,' আরো ভালোবেসে যাও
চরিত্রে লাগাইও না কলঙ্কের দাগ!