হে ২০২১,
      হীরে কুচি রাত শেষ হয়ে আসছে।
চলে যাও ইতিহাসের পশ্চিমে আস্তে আস্তে
জগদ্দল অন্তরে রেখে দাও ঘুম
রক্ত ফেনিল উপত্যকা' দেখেছো,
সাদা চাদরে মহাকালের নির্দেশ,
কফিনের পর কফিনে চাপা কষ্ট
হার মেনেছো শঙ্কার ফনায়
মুখে আঁচল চাপা দিয়ে দমন করেছো
ঠেলে আসা দ্বীপের নির্জনতা।
অপমানের যে বিছানায় শুয়ে ছিলে
তাকেও করে নাও আঁধারের শিলালিপি।


মনের চিক সরিয়ে দিলাম
উঠোন জুড়ে শিশিরের পশমিনা
ব্যথার কুয়াশা সবে গেছে দূরে  
চেতনার বিন্দুতে ফিরে ফিরে
দৃঢ় পদক্ষেপে হেঁটে আসছে সূর্য
পায়ের তলায় অবাধ্য ঢেউ
সব কালিমা শুষে নিয়েছে কেউ
কুলায় কুলায় পাখিদের কনসার্ট
নতুন সাজে আড্ডা জমায় কালভার্ট
নলেন গুড়ের সুবাসের মত
উষ্ণ আতিথেয়তা। বরণ করো,উলু দাও
বাজাও শাঁখ লাল পাড় জামদানি..
আসছে সে। আসছে...


ইতি
স্বপ্নের চোখ