দস্যু দাপট থাকবে না আর বৃক্ষ
পাপীর হাতেই বিনষ্ট আজ শিক্ষা
দেখছো কেমন জ্বলছে শরীর, ঋক্ষ
জাগলে মরণ ধরবে চরণ ভিক্ষা।


আলোর পোশাক নীরবে সয়েছে ছিদ্র
কৃপাণ জেনেছে সাহসী পথে যে শঙ্কা,
অশনি চেয়েছে অভয় রোদের রুদ্র
ললিতে নয় গো কঠোরে বাজাও ডঙ্কা।


সঙ্গীত শোনো যেমন আগুনে অর্ঘ্য
তরঙ্গ তোলো ভাঙো রে প্রাচীর বক্ষ
উদ্দাম উষা বাড়ুক নিদাঘ দৈর্ঘ্য
রক্ত প্রবাহে তাণ্ডব হোক দক্ষ।


যত কিশলয় পরশে শৌর্য শৃঙ্গ
নিদ্রা নিলামে বিপ্লবী বানে অঙ্গ
এমন কামড় যেমন হুলেতে ভৃঙ্গ
অভিযানে আজ সবুজ-শ্যামল সঙ্গ।