অমসৃণ সন্ধ্যার ভিতর হাঁটছি
হোঁচট খাচ্ছি রক্তের শিরায়
কত হাজার বছর ধরে
গায়ে পোড়ো বাড়ির চামচিকা গন্ধ
শুধু বুকে লালিত লন্ঠন
হাজা পড়া পায়ের আঙ্গুল ঘিরে
মৃত সমুদ্রের উজান
এক মুঠো ঢেউ খামচে ধরলাম
ঢেউয়ের মাস্তুলে চেপে চলে যাচ্ছি
সটান মারিয়ানা ট্রেঞ্চ
জ্বেলে দিলাম একে একে
বাতিল লণ্ঠনের বাতি
জলের দালানে ছড়িয়ে পড়ল
রাশি রাশি সোনা
অন্ধকারে প্রমত্ত শরীর
জেগে উঠল বহুদিন পর
চোখ কচলে দেখল সোনার প্রাসাদ
ডুবে যাওয়া শহর নগর
জাহাজের পাটাতন চকচকে তকতকে
মৃত কঙ্কাল উঠে বসেছে
দারুন আড্ডায়
অবশেষে একটা অসমাপ্ত সন্ধ্যা
সোনা হয়ে যাচ্ছে।