কেন এসেছিলে বলো আড়ালের পারে?
চোখের তৃষা মিটিয়ে ডাক দিলে ধীরে
কি এমন মায়া ছিল হাসির বাহারে
ধরা দিতে চেয়ে কেন চলে গেলে ফিরে?
কেঁদে যে গো ভাসে দেখো সরোবর হিয়া
কাছে থেকে দূরে কেন এত অবহেলা!
ভুল হলে তবু যদি বিষ দিতে পিয়া
মরে গিয়ে সুখ হতো বেদনার খেলা।


ভারী বুক ছায়া ফেলে কামনার তটে
নিমেষ বাজায় বাঁশি কোন জাদু স্বরে
কাছে এলে ধুকপুক কি জানি কি ঘটে
ছুঁয়ে দিলে স্বর্ণলতা লজ্জায় যে মরে
ব্যতিক্রম তুমি বুঝি জড়িয়ে আবেশে
হাত রেখে কথা দিলে তবু ছদ্মবেশে।
             -----------